BRAKING NEWS

৫০-তম রাজ্য জিমন্যাস্টিক্স সম্পন্ন : প্রত্যাশিত সাফল্য সদরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্য জিমন্যাস্টিক্স শেষ হয়েছে আজ। এন এস আর সি সি-র জিমন্যাস্টিক্স হল-এ বৃহস্পতিবার থেকে আয়োজিত দুদিন ব্যাপী ৫০ তম রাজ্য স্তরীয় জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১২ বালক বিভাগে অলরাউন্ড ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপে অরবিন্দ ক্লাবের পার্থিব দাস চ্যাম্পিয়ন হয়েছে। পৃথ্বীরাজ পাল পেয়েছে রানার্স খেতাব। তৃতীয় পুরস্কার পেয়েছে হিমেশ বনিক। পামেল হর্সে পৃথ্বীরাজ, পার্থিব, গোপাল সাহা; রোমান রিং-এ পার্থিব, হিমেশ, পিকন সরকার; ভল্টিং টেবিলে পার্থিব, জানদীপ বিশ্বাস ও হিমেশ, পৃথ্বীরাজ; প্যারালাল বার-এ পার্থিব, হিমেশ, পৃথ্বীরাজ; হরাইজেন্টাল বার-এ পার্থিব, পৃথ্বীরাজ, গোপাল ফ্লোর এক্সারসাইজে পার্থিব, সায়ন দেবনাথ ও পৃথ্বীরাজ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। বালিকা বিভাগে অলরাউন্ড ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপে লালবাহাদুর ব্যয়ামাগারের শ্রীপর্ণা দেবনাথ চ্যাম্পিয়ন হয়েছে। শ্রেয়াংশী রায় পেয়েছে রানার্স খেতাব। তৃতীয় পুরস্কার পেয়েছে ঝআরাধ্যা দেব। ফ্লোর এক্সারসাইজ, ভল্টিং টেবিল ও ব্যালেন্স বীমে শ্রীপর্ণা, শ্রেয়াংশী, আরাধ্যা; আন-ইভেন বার-এ শ্রীপর্ণা, তৃষা বর্মন ও দোয়েল আচার্য যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে।অনূর্ধ্ব১৪ বালক বিভাগ অলরাউন্ড ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপে সাই স্টেট সেন্টারের সূর্য সরকার চ্যাম্পিয়ন হয়েছে। স্পোর্টস স্কুলের সাগর সরকার পেয়েছে রানার খেতাব। তৃতীয় পুরস্কার পেয়েছে সত্যজিৎ দেব। ফ্লোর এক্সারসাইজে সত্যজিৎ, সাগর, অনিকেত পাল; পামেল হর্সে সাগর, সূর্য, শিভম পাল; রোমান রিং-এ সূর্য, সত্যজিৎ, সাগর; ভল্টিং টেবিলে সূর্য, শিবম, তন্ময় দাস; প্যারালাল বার-এ সূর্য, সাগর, সত্যজিৎ; হরাইজেন্টাল বার-এ সূর্য, শিবম, সাগর ও চয়ন দেব যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে।অনূর্ধ্ব ১৫ বালিকা বিভাগে অলরাউন্ড ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপে রাধা মাধব উন্নয়ন সংঘের আসকা দেব চ্যাম্পিয়ন হয়েছে। লালবাহাদুর ব্যয়ামাগারের মৌনালী কর পেয়েছে রানার্স খেতাব। স্পোর্টস স্কুলের মিলি দেববর্মা তৃতীয় পুরস্কার পেয়েছে। ব্যালেন্স বীমে আসকা, সর্বানী দাস, মৌনালি; ফ্লোর এক্সারসাইজে আসকা, মিলি বৃত্তিকা পন্ডিত; আন-ইভেন বার-এ মৌনালী, আসকা, মিলি; ভল্টিং টেবিলে মৌনালী, বৃত্তিকা, আসকা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে অলরাউন্ড ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপে রামকৃষ্ণ ক্লাবের গৌরব দাস চ্যাম্পিয়ন হয়েছে। খুমুলুঙের তুইমুক দেববর্মা রানার্স খেতাব পেয়েছে। স্পোর্টস স্কুলের শুভম দাস পেয়েছে তৃতীয় পুরস্কার। ফ্লোর এক্সারসাইজে গৌরব, উদয় সরকার, তুইমুক; পামেল হর্সে তুইমুক, গৌরব, সোমরাজ দাস; রোমান রিং-এ উদয়, গৌরব, পিন্টু সাহা; ভল্টিং টেবিলে তুইমুক, গৌরব, আরিয়ান শীল; প্যারালাল বার-এ গৌরব, তুইমুক, শুভম; হরাইজেন্টাল বার-এ গৌরব, শুভম, আরিয়ান যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। মহিলা বিভাগে অলরাউন্ড ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপে ছাত্রবন্ধু ক্লাবের প্রতিষ্ঠা সামন্ত চ্যাম্পিয়ন হয়েছে। বিবেকানন্দ ব্যায়ামাগারের অস্মিতা পাল ও ফ্লাওয়ার্স ক্লাবের সঞ্চিতা মজুমদার যুগ্মভাবে রানার্স খেতাব পেয়েছে। লালবাহাদুর ব্যায়ামাগারের সঙ্গীতা দেব পেয়েছে তৃতীয় পুরস্কার। ভল্টিং টেবিলে প্রতিষ্ঠা, অস্মিতা, সঞ্চিতা; আন-ইভেন বার-এ সঙ্গীতা, প্রতিষ্ঠা, সঞ্চিতা; ব্যালেন্স বীমে প্রতিষ্ঠা, সঞ্চিতা, সংগীতা; ফ্লোর এক্সারসাইজে অস্মিতা, প্রতিষ্ঠা, সঞ্চিতা যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে।

পুরুষ বিভাগে অলরাউন্ড ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপে অরবিন্দ ক্লাবের রাহুল দাস চ্যাম্পিয়ন হয়েছে। শাহার মোহাম্মদ পেয়েছে রানার্স খেতাব।খুমুলুঙ-এর চাং দেববর্মা তৃতীয় পুরস্কার পেয়েছে। ফ্লোর এক্সারসাইজ, প্যারালাল বার ও ভল্টিং টেবিলে রাহুল, শাহার, চাং; পামেল হর্সে রাহুল, চাং, শাহার; রোমান রিং ও হারাইজেন্টাল বার-এ শাহার, রাহুল, চাং যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *