কর্ণাটকে এবারের ভোটে লড়ছেন না ইয়েদুরাপ্পা, আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা পাবে

বেঙ্গালুরু, ৩০ মার্চ (হি.স.): কর্ণাটকে এবারের বিধানসভা নির্বাচনে লড়ছেন না সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। বৃহস্পতিবার ইয়েদুরাপ্পা নিজেই তা জানিয়েছেন। প্রবীণ এই নেতা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “আমি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রী পদ থেকেও পদত্যাগ করেছি। কারণ ইতিমধ্যেই ৮০ বছর পার করেছি আমি। ৮০ বছর পেরিয়ে গেলেও, আমি শুধু এইবার নয়, পরের বারও রাজ্যে প্রচার করব। শুধু এইবারই নয়, পরের বারও সংখ্যাগরিষ্ঠতা পাব আমরা।”

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই আরও বলেছেন, “কর্ণাটকে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা আবারও ক্ষমতায় আসব। কংগ্রেস দুর্নীতিগ্রস্ত এবং তাই তাঁরা ৪০ শতাংশ কমিশনের মিথ্যা অভিযোগ করছে, এই বিষয়গুলি ভোটাররা দূরে রাখবেন।” উল্লেখ্য, কর্ণাটকে আগামী ১০ মে বিধানসভা নির্বাচন, ফল ঘোষণা হবে ওই মাসের ১৩ তারিখ।