জম্মু, ৩০ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর তহসিলের বর্ডার পুলিশ পোস্ট (বিপিপি) সান্যালকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল সন্দেহভাজন জঙ্গিরা। এই হামলায় একজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার রাতের সেই হামলার পর বৃহস্পতিবার সকালে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়, সেই সময় একটি গ্রেনেড পেয়েছে পুলিশ। জম্মুর এডিজিপি মুকেশ সিং বলেছেন, বুধবার রাতে হীরানগর থানার অন্তর্গত আন্তর্জাতিক সীমান্তের কাছে বর্ডার পুলিশ পোস্ট সান্যালের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ঘটনাস্থলে পৌঁছনোর পর এসএসপি (কাঠুয়া) শিবদীপ সিং বলেছেন, “আমরা খবর পেয়েছি এখানে একটি বিস্ফোরণ হয়েছে। গ্রামবাসীরা আমাদের জানান, খুব বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল। অনুসন্ধান অভিযান শুরু হয়েছে এবং সঠিক অবস্থান সনাক্ত করা হয়েছে। নমুনা সংগ্রহ করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল। সকালেও তল্লাশি অভিযান চালানো হয়েছে।” ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার সকালে একটি গ্রেনেড পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাত দশটা নাগাদ এই বিস্ফোরণ হয়। জম্মু-সাম্বা-কাঠুয়া রেঞ্জের ডিআইজি শক্তি পাঠক জানিয়েছেন, বিস্ফোরণে এক পুলিশ জওয়ান আহত হয়েছেন।