বরা অনুমোদিত পদাধিকারীদের নাম সংবলিত একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
জারিকৃত তালিকা অনুযায়ী অসম প্রদেশ কংগ্রেস কমিটিতে গুণকান্ত গগৈকে সহ-সভাপতি, তমালকান্তি বণিককে সাধারণ সম্পাদক এবং দেবজিৎ বরপূজারিকে সম্পাদক করা হয়েছে।
এছাড়া জেলা কংগ্রেস কমিটি (ডিসিসি)-র সভাপতিরা যথাক্রমে করিমগঞ্জের বিদ্যমান রজত চক্রবর্তী, হাইলাকান্দির সামসউদ্দিন বড়লস্কর, শিলচরে অভিজিৎ পাল এবং গুয়াহাটি শহর কমিটির নবজ্যোতি তালুকদার।
এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি কর্তৃক অনুমোদিত নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। তাতে অসম প্রদেশ কংগ্রেস কমিটির জন্য গঠিত রাজনৈতিক বিষয়ক কমিটির পদাধিকারী হিসেবে নিয়োজিত হয়েছিলেন। দল অসমে ২৯ জন নতুন জেলা সভাপতি নিয়োগ করেছিল। কংগ্রেস আসাম ইউনিটে ১৬ জন নতুন সহ-সভাপতি এবং ৩২ জন সাধারণ সম্পাদক, ৫১ জন সাধারণ সম্পাদক এবং ১৫ জন যুগ্ম-সম্পাদক নিয়োগ করেছে।
অসম প্রদেশ কংগ্রেস কমিটির রাজনৈতিক বিষয়ক জাম্বো কমিটিতে রয়েছেন জিতেন্দ্র সিং (পর্যবেক্ষক), ভূপেনকুমার বরা (প্রদেশ সভাপতি), দেবব্রত শইকিয়া (বিরোধী দলনেতা), রকিবুল হুসেন (বিরোধী উপ-দলনেতা), কার্যনির্বাহী সভাপতি যথাক্রমে পবনসিং ঘাটোয়ার, রাণা গোস্বামী, কমলাক্ষ দে পুরকায়স্থ ও জাকির হুসেন শিকদার, গৌরব গগৈ (সংসদ), প্রদ্যুত বরদলৈ (সাংসদ), আব্দুল খালেক (সাংসদ), প্রণতী ফুকন, বলিন কুলি, নন্দিতা দাস, অকন বরা, ববিতা শর্মা, এমজিভিকে ভানু, নাজিবউল ওমর এবং রোসলিনা তির্কি।

