নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ তেলিয়ামুড়ার অন্নপূর্ণা ঘাটে খোয়াই নদীতে মহাষ্টমীর স্নানযাত্রাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই পূন্যার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ বসন্ত কালে বাসন্তী পূজা৷ মঙ্গলবার মহাসপ্তমীর পর বুধবারের উষালগ্ণে মহাষ্টমীর স্নানযাত্রা শুরু হয়৷ প্রতি বছরের ন্যায় এবছরও মহাধুমধামের এর সাথে অষ্টমীর স্নান পর্ব অনুষ্ঠিত হয় অন্নপূর্ণা ঘাটে৷ তেলিয়ামুড়া পৌর পরিষদের ১০নং ওয়ার্ডের খোয়াই নদী সংলগ্ণ অন্নপূর্ণা ঘাটে এই স্নান পর্ব চলে বুধবার উষালগ্ণ থেকে৷ স্নান করে পূন্য অর্জন করার জন্য মানুষজনদের উপচে পড়া ভীড় ছিল খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে৷ বেলা বাড়ার সাথে সাথে মানুষজনদেরও ভীড় বাড়তে থাকে খোয়াই নদীর ঘাটে৷ এ যেন এক জমজমাট অষ্টমীর স্নান পর্ব৷ এদিনে নদীর ঘাটে অনেক পুণ্যার্থী তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জলও দান করেন৷ এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে দুইদিনব্যাপী মেলাও অনুষ্ঠিত হয় কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী সুকল মাঠে৷ এ প্রসঙ্গে পৌরপরিষদের ১০ নং ওয়ার্ডের নোমিনেটেড পৌর কাউন্সিলর আশিস দাস এবং মেলা কমিটির সম্পাদক জানান,, দীর্ঘ প্রায় ৮৫ বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহাষ্টমীর স্নান পর্ব চলছে৷ তবে এ বছরও কোনো ব্যতিক্রম হয় নি৷ স্নান পর্বের সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজার্চনা৷ এই স্নান পর্বকে মাথায় রেখে বর্তমান সরকার পুণ্যার্থীদের যাতায়াতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য মন্দির ঘাটটিকে সুন্দর করে গড়ে তুলে স্থানীয় প্রশাসন এবং বিধায়িকা কল্যাণী সাহা রায় এর হস্তক্ষেপে৷
2023-03-29

