BRAKING NEWS

থানায় ছেলে নিখোঁজের অভিযোগ জানিয়ে আটক বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে বিশালগড় থানার পুলিশকে ভুল তথ্য দেওয়ার অভিযোগে আটক পিতা৷ বিশালগড় থানায় আটক পিতা নারায়ন শুক্লা দাস৷ গত ২৩ শে মার্চ বিশালগড় থানায় ২ নং গৌতম নগর এলাকার বাসিন্দা নারায়ণ শুক্লদাস বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন তার  ছেলে গোবিন্দ শুক্লদাস ২৩শে মার্চ ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন৷ কিন্তু ইন্টারভিউ দিয়ে আর বাড়ি ফিরে আসেননি বলে৷ একটি নিখোঁজ মামলা দায়ের করেন৷ সেই মামলা হাতে নিয়ে বিশালগড় থানার পুলিশ তদন্ত নেমে ২৯ শে মার্চ বেরিয়ে আসে গোবিন্দ শুক্লদাস একই এলাকার বিবাহিত মহিলা সন্তান সমেত নিয়ে অন্যত্র পালিয়ে যায়৷ জানা যায় উভয় এলাকার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক  জড়িয়ে পড়ে৷ বিভিন্ন ভাবে বাড়ি থেকে উভয় সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য গৌতম শুক্লদাস সহ মহিলাকে চাপ দেওয়া হয়েছিল৷ ২২ শে মার্চ গোবিন্দ শুক্লদাস বাড়ি থেকে চাকরির ইন্টারভিউ দেওয়ার নাম করে মহিলার সন্তান সমেত অন্যত্র পালিয়ে যায়৷ পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করার অভিযোগে বিশালগড় থানায় আটক পিতা নারায়ণ শুক্লদাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *