নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ বুধবার আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে জনস্বাস্থ্য বিষয়ক দপ্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে পুরোনো গ্রামের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র সহ সমস্ত কাউন্সিলর এবং দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ আগরতলা শহর এলাকাকে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর হাত থেকে রক্ষা করার লক্ষ্যে জনস্বাস্থ কারিগড়ি দপ্তরের উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷
আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহর এলাকাকে ম্যালেরিয়া ও ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার তা পর্যালোচনা করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে৷ মেয়র বলেন ম্যালেরিয়ার হাত থেকে রক্ষা করতে হলে মশা নিধন করতে হবে৷ এজন্য জল নিষ্কাশনের ড্রেনগুলো দ্রুত পরিষ্কার করার কাজ হাতে নেওয়া হয়েছে৷ কোথাও যাতে জল জমে না থাকে সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷৷ মেয়র আরো জানান নিগম এলাকার বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে৷ এলাকাগুলো চিহ্ণিত করে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য জরুরী ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়৷ উল্লেখ্য আগরতলা শহর এলাকায় বসবাসকারী জনগণ বিশেষ করে এ বছর মশার উপদ্রবে রীতিমতো নাজেহাল৷ অন্যান্য বছরের তুলনায় এবছর শহর এলাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ অভিযোগ অন্যান্য বছরের তুলনায় এবছর ফকিং অনেকটাই কম৷ এছাড়া নির্বাচনী ঢ়ামা ঢোলের কারণে এবছর সময়মতো জল নিষ্কাশনী ড্রেনগুলিও পরিষ্কার করা হয়নি৷ ফলে জমা জলে মশার বংশবৃদ্ধি অনেক বেড়েছে৷৷ শুধু তাই নয় সামনেই বর্ষা৷ বর্ষা মরশুমে রাজধানী আগরতলা শহর বানভাসি অবস্থায় পরিণত হয়৷ আগরতলা পৌর নিগমের মেয়র জানিয়েছেন এবছর বানভাসী অবস্থা থেকে রক্ষা করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷
2023-03-29