বিরোধী আসনেই বসবে মথা, দিল্লি থেকে ফিরে জানালেন প্রদ্যেত কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ নিজের জন্য কোন কিছু চাইনি৷ আমি শুধু মাত্র চেয়েছি জনজাতিদের জন্য৷ দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে এমনটা জানান তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ ভারত সরকার দিতে না চাইলে এটা ভারত সরকারের বিষয়৷ যদি ভারত সরকার ওনাদের দাবি পূরণ করে তাহলে ভারত সরকারকে স্বাগত জানানো হবে৷ ভারত সরকার দাবি পূরণ না করলে তিপ্রা মথা বিরোধী আসনে থাকবে৷ আর বিরোধী আসনে বসে কি করা যায় তা তিপ্রা মথা ভালো করে জানে৷ দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে এমনটা জানান তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ তিনি আরও বলেন ভারত সরকার দাবি পূরণ না করলে দলের নেতা, নেত্রী, বিধায়ক ও এমডিসি-দের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে৷ দিল্লি থেকে অনেক ফোন এসেছে৷ কিন্ত দলের বিধায়ক, এমডিসি ও নেতা নেত্রীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ উল্লেখ্য তিপরা মথাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ কিন্তু তারা সাংবিধানিক উপায়ে উপজাতি অংশের জনগণের সমস্যার সমাধানের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকার করে চলেছে৷ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে৷ মথার সুপ্রিম প্রদ্যোত কিশোর দেববর্মণকে একাধিকবার দিল্লিতে ডেকে নিয়ে দফায় দফায় আলোচনা করেছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা৷ কিন্তু এখনো পর্যন্ত বরফ পুরোপুরিভাবে গলে নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *