ছোটদের ক্রিকেটে বিশালগড়কে হারিয়ে শেষচারে সদর-এ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ।।

বিশালগড়কে ছিটকে দিয়ে কার্যত সেমিফাইনালে সদর ‘‌এ’। নরসিংগড় পুলিস ট্রেনিং আকাদেমি মাঠে বুধবার ‌সদর ‘‌এ’ ৪ উইকেটে পরাজিত করে বিশালগড় মহকুমাকে। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আজ বড় কোনও অঘটন না ঘটলে খোয়াই মহকুমার বিরুদ্ধে জয় পাবেই সদর ‘‌এ’। এবং সেমিফাইনালে পৌঁছে যাবে। এদিন সকালে টসে জয়লাভ করে সদর ‘‌এ’-‌র অধিনায়ক অর্পন ভট্টাচার্য বিশালগড় মহকুমাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সিদ্ধার্থ দেবনাথের দুরন্ত ব্যাটিংয়ে বিশালগড় নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। দলের পক্ষে সিদ্ধার্থ ৮৪ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, আরিষ মজুমদার ৪০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৪, মানিক আহমেদ ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অনিকেত লস্কর ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। সদর ‘‌এ’-‌র পক্ষে আনস ভাটনাগর (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে শেষ বলে জয় পায় সদর ‘‌এ’। ৬ উইকেট হারিয়ে। দলের পক্ষে স্নেহাল দত্ত ৭০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৩,অর্পন ভট্টাচার্য ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩২,শায়ন্তন পাল ৭৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং রাজদীপ পাল ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। বিশালগড়ের পক্ষেদ্বীপ শীল (‌২/‌২৭) সফল বোলার। এদিকে নিপকো মাঠে অপর ম্যাচে খোয়াই মহকুমা ৮ উইকেটে পরাজিত করে তেলিয়ামুড়া মহকুমাকে। তেলিয়ামুড়া প্রথমে ব্যাট নিয়ে ৭৩ রান করে। দলের প৭ দেবার্পন ভট্টাচার্য ৪৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রান করে। খোয়াই মহকুমার শুভজিৎ পাল (‌৩/‌৫) এবং বিশাল সূত্রধর (‌৩/‌৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে খোয়াই মহকুমা ২৭.‌৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শুভজিৎ পাল ৬৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩২ এবং অরিজিৎ দেবরায় ৫৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে।‌‌‌ ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *