পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা, পেশোয়ারে বিনামূল্যের আটার গাড়িতে হামলা ক্ষুধার্তদের

ইসলামাবাদ, ২৮ মার্চ (হি.স.) : অর্থনৈতিক সংকট পাকিস্তানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির মধ্যে রমজানে বিনামূল্যে আটা পেতে হাহাকার । বিনামূল্যে আটা-ময়দা দেওয়ার জন্য আনা ট্রাক কার্যত লুট হয়ে যায় পেশোয়ারে বিতরণে বাঁধল হট্টগোল।

দেশের মানুষের আর্থিক বেহাল অবস্থার কথা মাথায় রেখে গত ৭ মার্চ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রমজান মাসে বিমানূল্যে গম, ময়দা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মত দেশের বেশকিছু জায়গায় বিনামূল্যে গম, ময়দা দেওয়া হচ্ছে। এরকমই এক বিনামূল্যে আটা-ময়দা দেওয়ার জন্য পেশোয়ারে আনা একটি ট্রাক কার্যত লুট হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সরকারের ট্রাকের গাড়ি দেখে তাতে ঝাঁপিয়ে পড়েন ক্ষুধার্ত আম জনতা। আটা, ময়দার বস্তা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। যেভাবে আটা, ময়দার বস্তা নিয়ে মানুষদের মধ্য়ে টানাটানি চলছিল, তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ভিডিয়োতেই পরিষ্কার, সেখানকার মানুষের ক্ষুধার জ্বালায় ঠিক কতটা কষ্টে আছেন।

প্রসঙ্গত, পাকিস্তানে খাদ্য যুদ্ধের ভিডিয়ো দিন আগেও ভাইরাল হয়েছিল।এর আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে, মারদানের ক্রীড়া কমপ্লেক্সে ময়দা বিতরণের সময় পদদলিত হওয়া ঘটনা ঘটেছে। এ কারণে আহত হয়েছেন অনেকে। বিক্ষুব্ধ জনতা সরকারকে সঠিকভাবে পদ্ধতি অনুসরণ না করার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে।