BRAKING NEWS

কমলপুরে জল জীবন মিশনের উপর কর্মশালা

আমবাসা(ত্রিপুরা), ২৭ মার্চ (হি স): পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তর ও গৌহাটি ডাউন টাউন ট্রাস্টের উদ্যোগে দূর্গা চৌমহনী ব্লক এলাকার বাসিন্দাদের নিয়ে জল জীবন মিশনের উপর তিনদিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয় কমলপুর টাউন হলে।

সোমবার বেলা এগারোটায় টাউন হলে ওই কর্মশালার উদ্বোধন করেন দূর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস। উপস্থিত ছিলেন পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের কার্যনির্বাহী কৌশিক দাস, বিএসি চেয়ারম্যান দেবপ্রসাদ দেব্বর্মা, দপ্তরের মহকুমা আধিকারিক সুনীল দেব্বর্মা। এদিন ব্লক এলাকার ১১৫ জন বাসিন্দাকে জল জীবন মিশনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কর্মশালায় মূলত কিভাবে পানীয় জল সংরক্ষণ করা, পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা, পাইপ লাইনের মেরামতি, পরিশ্রত পানীয় জল কিভাবে সংরক্ষণ করে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেইসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। কর্মশালা চলবে ২৯ মার্চ পর্যন্ত। একই কর্মশালা তিন এপ্রিল থেকে পাঁচ এপ্রিল পূর্যন্ত অনুষ্ঠিত হবে সালেমা টাউন হলে সালেমা ব্লকের অধীন ৮৪ জন সুবিধাভোগীকে নিয়ে বলে জানান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *