ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনর ক্রিকেট দলের জন্য সাপোর্ট স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন সিনিয়র এবং জুনিয়র রাজ্য ক্রিকেট দলের পুরুষ এবং মহিলা উভয় বিভাগে ২০২৩-২৪ সালের জন্য রাজ্য দলের কোচ, ফিজিওথেরাপিস্ট এবং মেসিওর নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপযুক্ত প্রার্থীদের অ্যাসোসিয়েশনের নির্দিষ্ট ওয়েবসাইটে লগ অন করে বিস্তারিত জেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। টিসিএ-র বিভিন্ন ক্রিকেট দলের হয়ে হেড কোচ, কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ ছাড়াও মেশিওর পদে সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগে, সিনিয়র জুনিয়র গ্রুপে রাজ্য দলের এই সমস্ত পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে নির্দিষ্ট শর্ত অনুযায়ী আবেদন করার জন্য টিসিএ-র সম্পাদক তাপস ঘোষ আহ্বান জানিয়েছেন।
2023-03-27