ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ।।একদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হবে রাজ্য আসর। অনূর্ধ্ব-১৩ রাজ্য আসরের আজ হবে ৮ টি ম্যাচ। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে খোয়াই খেলবে মোহনপুরের বিরুদ্ধে, নিপকো মাঠে তেলিয়ামুড়া খেলবে বিশালগড়ের বিরুদ্ধে, অমরপুরের চন্ডিবাড়ি স্কুল মাঠে সাব্রুম খেলবে শান্তিরবাজারের বিরুদ্ধে, রাঙ্গামাটি স্কুল মাঠে বিলোনিয়া খেলবে সোনামুড়ার বিরুদ্ধে, বিশালগড়ের জাঙ্গালিয়া স্কুল মাঠে জিরানীয়া খেলবে কৈলাসহরের বিরুদ্ধে, সোনামুড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অমরপুর খেলবে আমবাসার বিরুদ্ধে, কৈলাসহরের আর কে আই মাঠে লংতরাইভ্যালি খেলবে কমলপুরের বিরুদ্ধে এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে কাঞ্চনপুর খেলবে গন্ডাছড়ার বিরুদ্ধে। ইতিমধ্যে দুই ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে বিশালগড় মহকুমা।
2023-03-27