মুম্বই, ২৭ মার্চ (হি.স.) : মুম্বইয়ের আন্ধেরি পূর্বে বৈদ্যুতিক সরঞ্জাম ও হার্ডওয়ারের দোকানে আগুন লেগে প্রাণ হারালেন একজন যুবক। সোমবার ভোররাতে আন্ধেরি পূর্বের সাকি নাকা মেট্রো স্টেশনের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম ও হার্ডওয়ারের দোকানে আগুন লাগে। ওই দোকান থেকে একজনকে উদ্ধার করে রাজাওয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম-রাকেশ গুপ্তা (২২)। সে ওই দোকানে কাজ করত এবং দোকানেই থাকত।
বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, সোমবার ভোররাত দু’টো নাগাদ সাকি নাকা মেট্রো স্টেশনের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম ও হার্ডওয়ারের দোকানে আগুন লাগে। দমকল কর্মীরা পৌঁছে বেশ কিছু সময় পর আগুন নিভিয়ে ফেলেন। পরে রাকেশ গুপ্তা নামে ওই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, প্রাণে বাঁচানো যায়নি।