নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বললেন, তিনি কখনই সাভারকার হতে পারবেন না, কারণ সাভারকর কখনই ৬ মাসের জন্য বিদেশ সফরে যাননি। ভারতীয় গণতন্ত্র সম্পর্কে মন্তব্যের জন্য রাহুলকে ক্ষমা চাইতে বলেছে বিজেপি। এরই প্রেক্ষিতে সম্প্রতি রাহুল বলেন, “আমার নাম সাভারকার নয়। আমি গান্ধী। আমি ক্ষমা চাইব না।”
রাহুলের এই মন্তব্যের সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকের প্রশ্নের উত্তরে অনুরাগ বলেছেন, “রাহুল গান্ধী ক্রমাগত ওবিসি সম্প্রদায়কে অপমান করেছেন এবং ক্ষমাও চাননি। তাঁরা (কংগ্রেস) আদালতের নির্দেশ মানছে না। কেন তাঁরা এখন এই নাটক তৈরি করছে? তিনি কখনই সাভারকর হতে পারেন না, কারণ সাভারকর কখনও ৬ মাসের জন্য বিদেশ সফরে যাননি।”