স্ফুলিঙ্গ-৪০১/৭
কসমোপলিটন-৩১০/৮
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ।।সুদীর্ঘ ১০ বছর পর। দ্বিমুকুট জয় করলো স্ফুলিঙ্গ ক্লাব। সোমবার এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত নকআউট ক্রিকেটের ফাইনালে স্ফুলিঙ্গ ৯১ রানে পরাজিত করে কসমোপলিটন ক্লাবকে। ১০০ ওভারের ম্যাচে এদিন মোট রান হয় ৭১১। উইকেট পরে ১৫ টি। এর থেকেই প্রমান ফাইনাল ম্যাচ কতটা রোমাঞ্চকর ছিলো। তবে স্ফুলিঙ্গের গড়া পাহাড় সমান রানের কাছেই কার্যত পিছিয়ে পড়ে কসমোপলিটন। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে স্ফুলিঙ্গের গড়া ৪০১ রানের জবাবে কসমোপলিটন ৩১০ রান করে। বিজয়ী দলের সন্দীপ তোমর ১০২ রান করেন। সুপার ডিভিশনের পর তপন স্মৃতি নকআউট ট্রফি ঘরে তুললো স্ফুলিঙ্গ ক্লাব। সোমবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে কসমোপলিটনের উপর রানের বোঝা চাপান স্ফুলিঙ্গের ক্রিকেটাররা। ওপেনিং জুটিতে জয়দীপ বনিক এবং বিক্রম কুমার দাস ৯০ বল খেলে ৮৮ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার স্বপ্ন দেখান। আর ওই স্বপ্নকে বাস্তবের রূপ দেন প্রথমে সন্দীপ তোমর এবং শেষে বিক্রম দেবনাথ এবং অভিজিৎ সরকার। ওই ৪ ব্যাটসম্যানের দাপটে আসরের সর্বোচ্চ রান গড়ে স্ফুলিঙ্গ এক ম্যাচে। নির্ধারিত ৫০ ওভারে স্ফুলিঙ্গ ৭ উইকেট হারিয়ে বিশাল ৪০১ রান করে। দলের পক্ষে সন্দীপ ৭৯ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০২, বিক্রম দেবনাথ ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, অভিজিৎ সরকার ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬, বিক্রম কুমার দাস ৫৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫৪, শ্রীদাম পাল ৩১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, জয়দীপ বনিক ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং মণিশঙ্কর মুড়াসিং ২১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। কসমোপলিটনের পক্ষে সৌরভ দাস (২/৬৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিশাল রানের সামনে জোড় লড়াই করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিলো না। কসমোপলিটন নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নিনাদ কদম ৬৫ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৬,অভিষেক শর্মা ৪২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, ইন্দ্রজিৎ দেবনাথ ২৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,বিজন শুক্ল বৈদ্য ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯, অমেয়া সুমন ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, শায়ন্তন দেববর্মা ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৪ (অপ:), দেবপ্রসাদ সিনহা ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং দলনায়ক পল্লব দাস ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। স্ফুলিঙ্গের পক্ষে চিরঞ্জীৎ পাল (৩/৭৯), জয়দীপ ভট্টাচার্য (২/৬১) এবং মণিশঙ্কর মুড়াসিং (২/৬১) সফল বোলার।