নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর থেকে ধর্মনগর প্রদান সড়কের রক্তছড়া এলাকায় টি,আর,০২ এ,২৯৬৫ নম্বরের বলেরো গাড়ি এবং টি,০৩২৩ টি,আর,০৬০৯ বি টেম্পরারি টাটা পান্স লাক্সারি গাড়ির মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালক সহ বেশ কয়েকজন যাএী আহত হয়৷দূর্ঘটনাট বিকট শব্দে ঘটনা সলে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন৷ খবর পাঠানো হয় পানিসাগর ফায়ার সার্ভিসে৷খবর পাওয়া মাএ ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্ঘটনা সলে পৌছায় এবং আহত অবসায় বেশ কয়েকজনকে নিয়ে যায় তিলথৈ প্রাথমিক চিকিৎসার কেন্দ্রে৷ যানা গেছে গাড়িটি আগরতলা টাটা শোরুম থেকে ধর্মনগর শোরুমে নিয়ে আসতে গিয়ে ধর্মনগর থেকে বারো জন ছাএি নিয়ে খেলা সেরে কাঞ্চনপুরে ফেরার পথে ঐ এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে৷ কাঞ্চনপুর গামী গাড়িটিতে বারো জন ছাএী সহ একজন পি,আই এবং চালক ছিলো৷অপর দিকে টাটা গাড়িটিতে ছিলো একমাএ চালক ধর্মনগর নেতাজি পাড়ার বাসিন্দা সুব্রত মোহন্ত৷দূর্ঘটনার ফলে গাড়ি চালক সুব্রত এর অবস্থা সহ দুই জন ছাএীর শারিরীক অবসার অবনতি দেখে তড়িঘড়ি রেফার করা হয় ধর্মনগর সিত জেলা হাসপাতালে৷গাড়িটিতে থাকা বারো জন ছাএির মধ্য আহত হয় মোট সাত জন৷
খোয়াই এলাকায় প্রাইভেট টিউশন শেষে বাইকে করে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর ভাবে আহত হন শিক্ষক ধনন্ত মোদক৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত ধনন্ত মোদক৷শনিবার রাতে খোয়াই এলাকায় প্রাইভেট টিউশন শেষে বাইকে করে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর ভাবে আহত হন শিক্ষক ধনন্ত মোদক৷ স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ধনন্ত মোদককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ধনন্ত মোদককে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেন৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত ধনন্ত মোদক৷ এইদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা অপর বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷
2023-03-26

