রেশন কার্ডভুক্তরা পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী

রঙিয়া (অসম), ২৬ মার্চ (হি.স.) : যাঁদের রেশন কার্ড রয়েছে, তাঁরা পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন৷ রঙিয়ায় বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷

আজ রবিবার সকালে কয়েকটি সরকারি কার্যসূচি নিয়ে রঙিয়া এসেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ এখানে এসে ওই ঘোষণা করার পাশাপাশি তিনি ৫৪৫.১৯ কোটি টাকার বিভিন্ন পরিকাঠামো-প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প এবং মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রেশন কার্ডধারী পরিবারগুলি এখন বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসা পাবেন।’

তিনি আরও বলেন, যে পরিবারগুলির রেশন কার্ড নেই, তাঁদের এ বছর একটি দেওয়া হবে যাতে সুবিধাভোগীরা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (এনএফএসএ) অধীনে বিনামূল্যে চাল এবং ডালের সুবিধাগুলি পেতে সক্ষম হন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর না পাওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, এ বছরের প্রথম দিকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আবাস যোজনা শুরু করবে। এর অধীনে দরিদ্র আর্থিকভাবে দুর্বল প্রত্যেক সুবিধাভোগী একটি করে পাবেন ঘর।

আজকের এই অনুষ্ঠানে অন্য বহুজনের সঙ্গে ছিলেন রাজ্যসভার সদস্য ভূবনেশ্বর কলিতা, দুই পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ও জয়ন্তমল্ল বরুয়া, মঙ্গলদৈয়ের সাংসদ দিলীপ শইকিয়া, বিধায়ক তথা অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক সুমন হরিপ্রিয়া, বিধায়ক দিগন্ত কলিতা, কামরূপের জেলশাসক কীৰ্তি জল্লি সহ একাধিক পদস্থ ও উচ্চপদস্থ সরকারি আধিকারিক।