নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ বিজেপি ৭ রামনগর মন্ডলের উদ্যোগে রবিবার বিধায়ক সুরজিত দত্তের বাসভবনে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সঙ্কট দূরীকরণের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত, আগরতলা পুর নিগমের কাউন্সিলার অভিষেক দত্ত সহ অন্যান্যরা৷ এইদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে৷ এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত জানান এইদিন এক হাজার রক্তদাতা রক্তদানের জন্য নাম নথিভুক্ত করেছে৷ কিন্তু জিবি ব্লাড ব্যাঙ্কের কর্মীরা জানিয়েছে এক সাথে এত রক্ত মজুত রাখার ব্যবস্থা নেই৷ তাই এইদিন ১৫০ জনের মতো রক্তদান করবে৷ বাকিদের নাম নথিভুক্ত করে রাখা হয়েছে৷ পরবর্তী সময় প্রয়োজন অনুযায়ী এই রক্তদাতারা রক্তদান করবে৷
রক্ত দান জীবন দান, যার কোনোও বিকল্প নেই৷ সুস্থ মানুষের উদবৃত্ত রক্ত দান করে একজন মূমুর্ষ রোগীর জীবন রক্ষা করতে পারে৷ কাজেই স্বেচ্ছায় রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে৷ এই উদ্দেশ্যকে সামনে রেখে এক স্বেচ্ছায় মেগা রক্ত দান শিবিরের আয়োজন করে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা তেলিয়ামুড়া মন্ডল কমিটি৷ রবিবার তেলিয়ামুড়া বিজেপি মন্ডল অফিসে আয়োজিত হয় গা রক্তদান শিবির৷ এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বনিক, যুব মোর্চার খোয়াই জেলা সভাপতি মানিক দেবনাথ, বিজেপি তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সুত্রধর সহ অন্যান্যরা৷ রক্তদান শিবিরে উপস্থিত থেকে যুবমোর্চার রাজ্য সভাপতি নবাদল বনিক বলেন, রাজ্যের ব্লাড ব্যাংক গুলোর রক্ত সল্পতা হ্রাস করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা’’র আহবানে সারা রাজ্যেই এই ধরনের শিবিরের ব্যবস্থা করা হচ্ছে৷ তিনি কেবল রাজনৈতিক দল নয় অন্যান্য সামাজিক সংস্থা গুলিকে ও রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান রাখেন৷
2023-03-26