বুনিয়াদপুর, ২৬ মার্চ (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের বংশীহারী মহাবাড়ি পঞ্চায়েতের শ্রীরামপুর জোরাব্রিজ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত আরও দুজন। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর জোরাব্রিজ এলাকায় ৫১২ জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা নাগাদ একটি ট্র্যাক্টর চালক আরও দুজনকে নিয়ে বংশীহারী কুশকারী থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল। ওই সময় পেছন দিক থেকে একটি খালি ট্রাক দ্রুতগতিতে ট্র্যাক্টরটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে ট্র্যাক্টরটি উলটে যায়। খালি ট্রাকটিকে নিয়ে ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক। ঘটনাস্থলে চাপাপরে মারা যায় ট্র্যাক্টরে থাকা এক ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম নেজামুদ্দিন মিয়াঁ(৫০)। ট্র্যাক্টরে থাকা অপর দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। আহতরা হলেন ট্র্যাক্টরের ড্রাইভার মমিনুল ইসলাম(৪২), সোহেল রানা(২২)। তিনজনের বাড়ি মহাবাড়ি পঞ্চায়েত এলাকার পতরা নপারা এলাকায়। তড়িঘড়ি তাদের রশিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে গুরুতর আহত দুজনকে রাতেই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বংশীহারী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

