চিক্কাবল্লাপুর, ২৫ মার্চ (হি.স.): গুণমান ও সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সুবিধার মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্তদের ক্ষমতায়নের কাজ করা হয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের দেশে প্রায় ১০ হাজার ঔষধী কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে এক হাজারের বেশি কর্ণাটকে রয়েছে। প্রধানমন্ত্রী শনিবার সকালে কর্ণাটকের চিক্কাবল্লাপুরে শ্রী মধুসূদন সাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এন্ড রিসার্চের উদ্বোধন করেছেন। গ্রামাঞ্চলে চিকিৎসা সংক্রান্ত শিক্ষা ও পরিষেবা নিয়ে যাতে ব্যবসা না হয়, তা সুনিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের গরিব দরদী সরকার শিক্ষার মাধ্যমে মানুষকে ক্ষমতায়ন করতে অনেক কিছু করেছে। চিকিৎসা শিক্ষা এখন কন্নড়-সহ সমস্ত ভারতীয় ভাষায় উপলব্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, কয়েক দশক ধরে, দরিদ্রদের শুধু ‘ভোট ব্যাঙ্ক’ হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু বিজেপি সরকার দরিদ্রদের সেবাকে নিজেদের সর্বোচ্চ এবং প্রাথমিক লক্ষ্য বানিয়ে সত্যিকার অর্থে তাঁদের ক্ষমতায়ন করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা ভারতের উন্নয়নের দিকে বিস্ময়কর ফলাফল আনতে পারে, তাই বিজেপি ‘জন ভাগিদারি’-এর উপর দৃষ্টি নিবদ্ধ করছে। ভারতের উন্নয়ন যাত্রায় সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলির একটি বড় ভূমিকা রয়েছে। মোদীর কথায়, ‘আজাদী কা অমৃত মহোৎসব’-এ একটি উন্নত দেশ হওয়ার পথে এগিয়ে চলতে বদ্ধপরিকর ভারত।