ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ।।আমন্ত্রণমূলক কাবাডি প্রতিযোগীতা। আগামী তিন এপ্রিল হবে এর উদ্বোধন। যা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এগিয়ে চলো সংঘের মাঠেই হবে এই আসর। এবার নিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পন করলো এই টুর্নামেন্ট। উদ্যোক্তা এগিয়ে চলো সংঘ এবং এক্স প্লেয়ার ফোরাম। পূর্বোত্তর থেকে দুটো দল অংশ গ্রহন করেছে। দলগুলো হলো আসাম এবং মনিপুর। মহিলাদের ক্ষেত্রে চারটি দল এবং পুরুষ বিভাগে আটটি দল অংশগ্রহণ করবে। প্রাইজমানি থাকবে ৫০ হাজার টাকা। টুর্নামেন্টের উদ্ভোধন করার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের ও। টুর্নামেন্টকে ঘিরে সাংবাদিক বৈঠক করে এই সব তথ্যগুলো তুলে ধরলেন ক্লাবের সচিব সুমন্ত গুপ্ত। কাবাডি গেমকে আগামীতে আরো প্রচার, প্রসারের লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হলো এগিয়ে চলো সংঘের তরফে বলে জানালেন সচিব সুমন্ত গুপ্ত।
2023-03-25