কলকাতা, ২৪ মার্চ (হি স)। এবার রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি নিল বামফ্রন্টও। শুক্রবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিকদের জানান, ২৮ এবং ৩০ মার্চ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে জেলায় জেলায় ধর্ণা দেবেন বামফ্রন্টের কর্মীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ এবং ৩০ মার্চ একই বিষয়ে টানা ৪৮ ঘণ্টা অবস্থানে বসছেন কলকাতায় বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে। ওই দু’দিন জেলায় জেলায় প্রতিটি ব্লকেও দলীয় কর্মীদের ধর্নায় বসার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। কাকতালীয় ভাবে ২৯ মার্চই কলকাতায় কেন্দ্রীয় মিছিলের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট।
মৌলালির রামলীলা ময়দান থেকে সেদিন ওই মিছিল যাবে ধর্মতলায় লেনিন মূর্তি পর্যন্ত। বিমান বসু এ কথা জানিয়ে বলেন, আমরা বাম জমানাতেও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আন্দোলন করেছি। দিল্লিতে দরবার করেছি। তৃণমূল জমানাতেও সেই বঞ্চনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমরা বারবার রাজ্য সরকারকে বলছি আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। কিন্তু আজ পর্যন্ত তৃণমূল সরকার সেই শ্বেতপত্র প্রকাশ করে উঠতে পারেনি।