নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : শুক্রবার রমজান মাস শুরু হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। “এই পবিত্র মাসটি আমাদের সমাজে বৃহত্তর ঐক্য এবং সম্প্রীতি নিয়ে আসুক,” এদিন টুইটবার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেন, “এটি দরিদ্রদের সেবা করার গুরুত্বকেও নিশ্চিত করে”।
ইসলাম ধর্মে পবিত্রতম মাস হিসেবে বিবেচিত রমজান অবশেষে এসেছে। এটি মাসব্যাপী উপবাসের সময়কালের সূচনা করে। ৩০ দিন বা তারও বেশি সময় ধরে মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের খাদ্যাভাসে সংযম করে এবং দিনে মাত্র দুবার খায় – একটি প্রাক-ফাস্ট খাবার যাকে ‘সেহরি’ বলা হয় এবং সূর্যাস্তের পরে ‘ইফতার’ বলা হয়। ‘

