পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আদালতে বিস্ফোরক মন্তব্য ইডি-র আইনজীবীর

কলকাতা, ২৪ মার্চ (হি স)। পার্থ চট্টোপাধ্যায় হলেন দুর্নীতির মাস্টারমশাই, বাকিরা তাঁর ছাত্র’। আদালতে এই বিস্ফোরক মন্তব্য করলেন ইডি-র আইনজীবী।

শুক্রবার ইডি-র আইনজীবী দাবি করলেন, “দুর্নীতি হয়েছে এমন পুরসভার সংখ্যা প্রতিদিন বাড়ছে। ছোটখাটো সোনার খনি নয়, আমরা ঢুকেছি সীমাহীন এক সোনার খনিতে। চাকরি বিক্রির টাকা ঢুকতে ভুয়ো কোম্পানিতে, সেখান থেকে টাকা নিয়ে কেনা হত সম্পত্তি। এখনও পর্যন্ত শান্তনুর ১৩টি নিজস্ব সম্পত্তির হদিশ, বেনামে ৫টি সম্পত্তির হদিশ। বছরে শান্তনুর বেতন ছিল ৬ লক্ষ, সম্পত্তি কোটি কোটি টাকার, বসন্ত, গ্রীষ্মের পর বৃষ্টি এলে দেখা যায় রামধনু, আমরা সেদিকেই এগোচ্ছি”, দাবি ইডি-র।

বৃহস্পতিবার আদালতে কিছু বলতে চেয়ে সময় চেয়েছিলেন পার্থ। এরপর তিনি কার্যত নিজের ঢাকও কিছুটা পিটিয়ে দিয়েছিলেন। বলেছিলেন তাঁর বংশ পরিচয়ের কথা। তিনি যে ভালো ছাত্র ছিলেন সেটাও জানিয়ে দেন। তবে সেই ভালো ছাত্রকে একেবারে দুর্নীতির মাস্টারমশাই বলে উল্লেখ করল ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *