ভোপাল, ২৩ মার্চ (হি.স.): দক্ষিণ আফ্রিকা থেকে আসা দু’টি পুরুষ চিতা এলটন এবং ফ্রেডিকে ছেড়ে দেওয়া হল কুনো জাতীয় অভয়ারণ্যে। বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিট নাদ কুনোর একটি ফ্রি-রেঞ্জিং এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে দু’টি পুরুষ ছিটকে। কুনো ন্যাশনাল পার্ক সূত্রের খবর, এই দুই পুরুষ চিতাকে এতদিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল। জানা গিয়েছে, দু’জনেই এখন ভালো আছে এবং সুস্থ আছে।
কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, এলটন এবং ফ্রেডি নামে দু’টি চিতাকে বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। উভয়েই সুস্থ রয়েছে এবং তাদের আচরণও স্বাভাবিক। জঙ্গলে ছুটে বেড়াচ্ছে দুই চিতা।