ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ।। সংহতিও সেমিফাইনালে। চলমান সংঘকে ৪০ রানের ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয়ের সুবাদে সংহতি ক্লাব তপন স্মৃতি নকআউট ক্রিকেটের সেমিফাইনালে প্রবেশ করেছে। ২৫ মার্চ সেমিফাইনালে সংহতি ক্লাব এবারকার লীগ চ্যাম্পিয়ন ফুলিঙ্গের মুখোমুখি হবে। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এমবিবি স্টেডিয়ামে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেটের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সংহতি বনাম চলমান সংঘের মধ্যে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে চলমান সংঘ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে সংহতি ক্লাব নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক নিরুপম সেন চৌধুরি দুর্দান্ত খেলে শতরান পায়। নিরুপম ১৩২ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৪ রান সংগ্রহ করে। এছাড়া, অভিজিৎ দে-র ৬৭ রান ও সঞ্জয় মজুমদারের ২৩ রান উল্লেখ করার মতো। দলীয় ১৪ রানের মধ্যে প্রথম দুই উইকেটের পতন ঘটলেও নিরুপম, অভিজিৎ জুটি দলের দায়িত্বভার কাঁধে নিয়ে দলকে অনেকটা এগিয়ে নেয়। চলমান সংঘের অধিনায়ক লক্ষণ পাল ৫০ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে। এছাড়া, জয়দেব পেয়েছে তিনটি উইকেট ৩৪ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে চলমান সংঘ ৪৫.৫ ওভার খেলে ২০১ রান ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে আরমান হোসেন ৪৪ রান এবং লক্ষণ পাল ৩৬ রান পেলেও অন্যদের ব্যাটে তেমন বড় রান আসেনি বলে শেষ রক্ষা হয়নি। সংহতির অমিত আলী ৪১ রানে চারটি উইকেট পেয়েছে। এছাড়া অভীক পাল ও নিরুপম সেন চৌধুরী দুটি করে এবং শাহরুখ হোসেন একটি উইকেট পেয়েছে। ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে অধিনায়ক নিরুপম সেন চৌধুরী প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।
2023-03-23