ধর্মনগরে একটি হোটেলের দখল নিল গ্রামীণ ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ অবশেষে হোটেল রাত দিনের দখল নিল ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের রিকভারি ডিপার্টমেন্ট৷ ধর্মনগর কালীবাড়ি রোড স্থিত হোটেল রাত দিন এর  লোন পরিশোধ না করার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনি শলা পরামর্শ চলছিল৷ নোটিশের পর নোটিশ দেওয়া হচ্ছিল হোটেল কর্তৃপক্ষ চয়ন ভট্টাচার্যকে৷ কিন্তু কোন সরকারি নোটিশ এ তিনি কর্ণপাত করেননি৷ অবশেষে মামলাটি ভিজিলেন্সের কাছে গিয়ে পৌঁছায়৷ ভিজিলেন্স থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ৬ মার্চ পর্যন্ত অপেক্ষা করে এই হোটেলের বিরুদ্ধে যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তারই ফলস্বরূপ বৃহস্পতিবার  ডি সি এম অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত সঞ্জীব দেবনাথকে সামনে রেখে ২০০২ ভারতীয় আইন মোতাবেক হোটেলের দখল নেয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রিকভারি ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার জানান ২০১৩ সালে ২ কোটি ২০ লক্ষ টাকা এবং ২০১৯ সালে আবারো ১৯ লক্ষ টাকা বকেয়া রয়ে গেছে৷ সব মিলিয়ে বেশ বড় অঙ্কের টাকা এই হোটেল কর্তৃপক্ষের দেনা রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে৷ তাই আইনি মোতাবেক একজন ডিসিএম এর উপস্থিতিতে হোটেলের দখল নেয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক৷ সব মিলিয়ে বর্তমানে বেশ বিশাল অংকের টাকা বকেয়া রয়েছে হোটেল কর্তৃপক্ষের৷ উল্লেখ্য হোটেলের কর্ণধার চয়ন ভট্টাচার্য ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বাম  কংগ্রেসের যৌথ প্রার্থী হিসেবে ৫৬ ধর্মনগর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *