সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে ধনখড়ের চেম্বারে আলোচনা, ফের একপ্রস্থ বৈঠক করলেন বিরোধীরা

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): সংসদে অব্যাহত রয়েছে বিরোধীদের হইহট্টগোল। ফলে সভার কাজ ঠিকভাবে চালানো সম্ভব হচ্ছে না, এই পরিস্থিতিতে সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের চেম্বারে মিলিত হলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার ;সকাল দশটা নাগাদ সংসদে রাজ্যসভার চেয়ারম্যানের চেম্বারে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, প্রহ্লাদ জোশী, অর্জুন রামমেঘওয়াল, ভি মুরালীধরন প্রমুখ। কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এদিকে, নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে ফের একপ্রস্থ বৈঠক করলেন বিরোধীরা। এদিন সকালে সংসদে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে মিলিত হন সমমনোভাবাপন্ন বিরোধী দলের নেতারা। নিজেদের মধ্যে আরও একপ্রস্থ বৈঠক সেরেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *