২৪ মার্চ বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিজের সংসদীয় কেন্দ্রে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): আগামী ২৪ মার্চ, শুক্রবার উত্তর প্রদেশের বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনের বারাণসী সফরে ওই দিন নিজের সংসদীয় কেন্দ্রে রয়েছে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, ২৪ মার্চ বারাণসী সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন তিনি রুদ্রাকাশ কনভেনশন সেন্টারে ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিটে ভাষণ দেবেন।

পরে তিনি সমগ্রানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় ময়দানে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে ১,৭৮০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও দেশকে উৎসর্গ করবেন।