নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ রাজ্যে মৎস্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মৎস্য দপ্তর বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে৷ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য মন্ত্রী ও দপ্তরের কর্মকর্তারা বুধবার পুরাতন মান্দাই এলাকা পরিদর্শন করেছেন৷ ত্রিপুরা মৎস্য দপ্তরের উদ্যোগে পুরাতন মান্দাই এলাকায় মৎস্য উৎপাদনের জন্য বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে ৷ বুধবার তা খতিয়ে দেখতে যান দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং এবং দপ্তরের আধিকারিকরা৷এর পাশাপাশি ওই এলাকাতে সরকারি উদ্যোগে মৎস্য চাষ করে স্বাবলম্বী হচ্ছে এ ধরনের ব্যক্তির বাড়ি গিয়ে পুকুরটি পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন মৎস্য চাষে রাজ্যকে স্বয়ংবর করে তোলার লক্ষ্যে মৎস্য দপ্তর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা অনুযায়ী মৎস্য চাষীদের সাহায্য সহায়তা করার চেষ্টা করা হবে৷
2023-03-22