ঢাকা, ২১ মার্চ (হি. স.) : ঢাকার মাদারীপুরের রাজীব সরদার হত্যা মামলায় ২৩ আসামিকে ফাঁসির সাজা দিল আদালত। একই সঙ্গে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার ওই আদেশ দিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক লায়লাতুন ফেরদৌস। রায় ঘোষণার সময়ে এজলাসে উপস্থিত ছিলেন ২২ আসামি। খুনের মামলায় একসঙ্গে ২৩ জনের ফাঁসির আদেশ নজিরবিহীন বলেই মনে করছেন আইনজীবীরা।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের পয়লা সেপ্টেম্বর সকালে মামার নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজীব সরদার। পথে হরিকুমারিয়া এলাকায় পৌঁছনোর সময়ে তার ওপরে আচমকা হামলা চালায় বেশ কয়েকজন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মৃত ভেবে রাজীবকে ফেলে চলে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রাজীবকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় ঢাকায়। পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজীব।
ভাগ্নের নৃশংস খুনের তিনদিন পর ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজীবের মামা আলী হাওলাদার। ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী আধিকারিক। দীর্ঘ ১১ বছর বাদে এদিন ওই মামলার রায় ঘোষণা করা হয়। মামলা চলাকালীন চার আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়। বাকি তিনজনকে এদিন বেকসুর খালাস দেওয়া হয়।