নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৪.০ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ ২০ শে মার্চ থেকে ২৮ শে মার্চ চলবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৪.০৷ কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলার বাণী বিদ্যাপীঠ সুকলে কর্মসূচীর সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র৷ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে তিনি বলেন ছেলেমেয়েদের সুস্থ রাখার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ রাজ্যের সর্বত্রই এই কর্মসূচি পালিত হচ্ছে বলে ওঠেনি জানান৷ ১৯ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷
2023-03-21