দিল্লি বাজেট থামিয়ে দেবেন না, প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে চিঠি লিখলেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): “দিল্লি বাজেট থামিয়ে দেবেন না”, এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “দেশের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথমবার একটি রাজ্য বাজেট থামিয়ে দেওয়া হচ্ছে।”কেজরিওয়াল চিঠিতে প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করেছেন, “কেন আপনি দিল্লির জনগণের ওপর এত বিরক্ত?” মঙ্গলবারই দিল্লি বাজেট পেশ করার কথা ছিল নতুন অর্থমন্ত্রী কৈলাশ গেহলটের। বাজেট পেশ হওয়ার একদিন আগেই সোমবার কেজরিওয়াল দাবি করেছিলেন, দিল্লি বাজেট থামিয়ে দিয়েছে কেন্দ্র। আর মঙ্গলবার এ বিষয়ে প্রধানমন্ত্রীকেই চিঠি লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *