ধর্মনগরে ক্রিকেট ম্যাচ ফের পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ।।হলো না ম্যাচ। মুষলধারে বৃষ্টির জন্য। মঙ্গলবারে খেলা ছিলো কদমতলা প্লে সেন্টার এবং সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টারের। ধর্মনগর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। কলেজ স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিলো। কিন্তু সোমবার মাঝরাত থেকে বৃষ্টি হওয়ায় মাঠে জল জমে যায়। এবং খেলার অনুপযুক্ত হয়ে উঠে মাঠ। ফলে বাধ্য হয়েই পরিত্যক্ত করা হয় ম্যাচটি। এনিয়ে দুটি ম্যাচে বৃষ্টি থাবা বসালো।