নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ সোমবার সকালে বক্সনগর হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী৷
সোমবার সকালে বক্সনগর হাসপাতালের ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনা বিবরণে জানা যায় ,এলাকার বাসিন্দা অমিতাভ সরকার নামে ২৫ বছরের এক যুবক শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন৷ এরই মধ্যে সোমবার সকালে সকলের অজান্তে বক্সনগর হাসপাতালে ছাদের উপর থেকে নিচে ঝাপ দেয়৷ এতেই গুরুতর আহত হয় অমিতাভ সরকার৷ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে৷কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হবার কারণে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অমিতাভ সরকার৷ তবে কি কারণে ওই যুবক আত্মহত্যা করার চেষ্টা করে সেই বিষয়ে তার পরিবারের লোকজনরা কিছুই জানেন না বলেই জানায়৷
2023-03-20

