বিলোনিয়ায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির

শান্তিরবাজার(ত্রিপুরা), ১৯ মার্চ (হি. স.) : “যদি হও রক্তদাতা, জয় করো মানবতা”, এই স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রবিবার সামাজিক সংস্থা “গডস প্ল্যান “–এর উদ্যোগে বিলোনিয়া মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে আয়োজন করা হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির।

২০১৮ সাল থেকে গুটি গুটি পায়ে পথচলা শুরু বর্তমানে কলবরে অনেকটা বেড়েছে গডস প্ল্যান সামাজিক সংস্থাটির । আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের পুরপিতা ও সংস্হার কার্য কর্তাগন। কর্মকর্তারা জানান এই দিন কমকরে ২৫ জন সদস্য সদস্যা স্বেচ্ছায় রক্তদান করবেন, হয়তো তা বাড়তেও পারে বলে জানা যায়। বিলোনিয়া পুর পিতা এবং সমাজ সচেতন ব্যক্তিরা এই সামাজিক সংস্থার বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন সংস্হার সম্পাদক শুভ্রজিৎ সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *