গন্ডাছড়ায় মিলেট ডে উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  গোটা বিশ্ব ,দেশ এবং রাজ্যের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়া মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগেও শনিবার ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ডে উদযাপন করা হয়৷ গন্ডাছড়া রথপাড়া কৃষক বন্ধু কেন্দ্রে প্রচুর সংখ্যক কৃষক ভাইবোনদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে মিলেট ডে  উদযাপন করা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক চন্দ্র কুমার রিয়াং, এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ক্ষত্রজয় রিয়াং সহ দপ্তরের অন্যান্য কর্মীরা৷ সেখানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক চন্দ্র কুমার রিয়াং ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ডে’’র গুরুত্ব তুলে ধরে বিস্তারিতভাবে আলোচনা করেন৷ এদিন দানাশস্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহবান জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *