ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ।। হলো না ম্যাচ। মুষলধারে বৃষ্টির জন্য। ধর্মনগর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। রবিবার কলেজ স্টেডিয়ামে জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টারের মুখোমুখি হওয়ার কথা ছিলো পানিসাগরের। কিন্তু বৃষ্টি না কমায় ম্যাচটি হতে পারেনি। শেষ পর্যন্ত দুদলকেই পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। আকাশের যে অবস্থা তাতে আজ ম্যাচ কীনা তা নিয়েও রয়েছে সন্দেহ। আজ মুখোমুখি হবে ও পি সি এবং এন এস সরণী।
2023-03-19