দুর্গাপুর, ১৯ মার্চ (হি.স.) : একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কুড়ুলিয়াডাঙা মিলনপল্লি এলাকায়। রবিবার ভোরে মিলনপল্লির বাসিন্দা অমিত মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। তাঁর স্ত্রী, ৭ বছরের এক ছেলে ও এক বছরের মেয়ের দেহ ঘরের মধ্যে পড়েছিল। তদন্তের স্বার্থে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
পরিবারের অভিযোগ, সম্পত্তির জেরেই খুন। মৃত্যুর আগে পরিবারের কয়েকজনকে হোয়াটস অ্যাপের মাধ্যমে মৃত্যুর কারণ সম্পর্কে একটি বার্তা দেন। আর তাতেই পরিবারের লোকের সন্দেহ দানা বাঁধে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা।