শহরে রাজকুমার রাও

কলকাতা, ১৮ মার্চ (হি. স.): বর্তমানে বলিউড অভিনেতা অভিনেত্রীদের ঝোঁক দেখা যাচ্ছে কলকাতায় এসে ছবির প্রচারের। এবার সেই তালিকা থেকে বাদ গেলেন না বলিউড অভিনেতা রাজকুমার রাও। শনিবার আগরপাড়ায় প্রথমে ওয়াকাথন-এ যোগ দেন রাজকুমার সেখান থেকে আগরপাড়া নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জেআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছবির প্রচার করেন। মঞ্চে উঠে বাস্তব জীবনের নায়কদের সম্বর্ধনা দেন রাজকুমার।

আসলে মুক্তি পেতে চলেছে রাজকুমার রাওয়ের নতুন ছবি ‘ভিড়’। সেই ছবি প্রচার করতেই কলকাতায় এসেছেন অভিনেতা। এই ছবির হাত ধরেই আরও একবার দর্শক দেখতে পাবেন লকডাউনের কাহিনী। অনুভব সিনহা পরিচালিত ‘ভিড়’ ছবিতে রাজকুমার রাও ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর, দিয়া মির্জা, পঙ্কজ কাপুর, আশুতোষ রাণা এবং কৃতিকা কামরা। আগামী ২৪ মার্চ মুক্তি পাবে ‘ভিড়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *