নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় ফরেস্ট অরিসের রেঞ্জ অফিসার সুব্রত সেনের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে বেশকিছু চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়৷ গোপন সংবাদের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা শুক্রবার সন্ধ্যায় বিশালগড় থানার অন্তর্গত গোপিনগর নদী লাখ এলাকার বাসিন্দা জসীম উদ্দীনের বাড়িতে অভিযান চালায়৷ জসীম উদ্দিনের ঘরের পিছন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ চোরাই কাঠ৷ তবে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় জসীম উদ্দিন৷ তবে বাড়িতে থাকা অন্যান্যরা এই চোরাই কাঠের মালিক কে জানে না বলে জানায় বন দপ্তরের কর্মীদের৷ পরবর্তী সময় বন দপ্তরের কর্মীরা এই চোরাই কাঠ গুলি উদ্ধার করে বিশালগড় ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যায়৷ অবৈধ কাঠ গুলির বাজার মূল্য এক লক্ষ টাকার উপর হবে বলে জানান রেঞ্জ অফিসার সুব্রত সেন৷ আগামী দিনেও ওনাদের এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি৷
শনিবার কাক ভোরে কাঠ পচারকারীদের আটক করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো বন কর্মীদের৷ কোন কর্মীদের দেখে গাদা বন্দুক ফেলে পালিয়ে যায় কাঠ পাচারকারীরা৷ ঘটনা তেলিয়ামুড়ার ব্রহ্মছড়া এলাকায়৷ অবৈধ কাঠ পাচারকারীদের হাতে এবার দেশি বন্দুক৷ পাচারকারীরা প্রতিরোধ মোকাবিলা করার জন্য দেশি বন্দুক ব্যবহার করছে কাঠ পাচারকারীরা৷ এমনই ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া গ্রামে৷৷ ঘটনার বিবরণ দিয়ে এক ফরেস্ট আধিকারিক জানান, গোপন সংবাদে খবর আসে বালুছড়া এলাকা দিয়ে অবৈধ কাঠ পাচার হবে৷ এই খবরের ভিওিতে বনকর্মীরা বালুছড়া এলাকায় শনিবার কাক ভোরে এ্যাম্বুসে বসে৷ বনকর্মীরা দীর্ঘ সময় এ্যাম্বুসে বসে থাকে৷ শনিবার সকাল ৫ টা ৩০ মিনিট নাগাদ প্রত্যক্ষ করে দুই উপজাতি যুবক বাইসাইকেল করে চেরাই কাঠ নিয়ে আসছে৷ তখন অপর এক যুবকের হাতে দেশী বন্দুক ছিল বলে জানান ওই ফরেস্ট আধিকারিক৷ পাচারকারীরা বনকর্মীদের প্রত্যক্ষ করে বাইসাইকেলে থাকা কাঠ ফেলে বন্দুক নিয়ে জঙ্গলে পালিয়ে যায়৷ পাচারকারীরা বন্দুকটি জঙ্গলে রেখে দেয়৷ বিষয়টি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসারকে জানানো হয়৷ এদিকে রেঞ্জ অফিসার বিষয়টি অবগত হয়ে তেলিয়ামুড়া থানায় জানান৷ অবৈধ কাঠ পাচারকারীদের হাতে দেশী বন্দুকের সংযোজনের বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলছে বনকর্মীদের৷
2023-03-18

