আপ বিধায়কদের হুমকি দিচ্ছে বিজেপি: রাঘব চাড্ডা

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : শনিবার আম আদমি পার্টির বিধায়কদের হুমকি দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাদেরও উপমুখ্যমন্ত্রীর মতো জেলে পাঠানো হবে।শনিবার একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা এই অভিযোগ করে বলেন, বিজেপি তাদের বিধায়কদের ভাঙার চেষ্টা করেছে বেশ কয়েকবার, কিন্তু সফল হতে পারেনি। আপ-র বড় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু বিজেপি অনাস্থা প্রস্তাবের নামে বিধায়ক কিনে সরকারকে পতন করতে চায়।

প্রসঙ্গত, বিজেপি বিধায়করা শুক্রবার দিল্লি বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন যে অরবিন্দ কেজরিওয়ালও দিল্লির আবগারী নীতি কেলেঙ্কারিতে জড়িত এবং পদত্যাগ করা উচিত।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়