হাজারিবাগে বজ্রপাতে এক মহিলার মৃত্যু

হাজারিবাগ, ১৮ মার্চ (হি.স.) : শনিবার বিকেলে হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাতে মুরুমাতুর এক শ্রমিক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে হাজারিবাগ জেলার তাতিঝরিয়ায়।

জানা গেছে, দেবন্তী দেবী নামে এক ৩০ বছর বয়সী মহিলা আম বাগানে ঘাস কাটছিলেন। এরই মধ্যে হালকা বৃষ্টি ও বজ্রপাত হওয়ায় তার মৃত্যু হয়। তৃপ্তির জন্য তাকে তাতিঝরিয়া প্রাথমিক স্বাস্থ্য উপকেন্দ্রে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রধান সুরেশ যাদব, সাংসদ প্রতিনিধি এম কে পাঠক, প্রকাশ গাঞ্জু এবং প্রকাশ ঠাকুর মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের দুর্যোগ বিভাগ এবং মনরেগা থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন।