জম্মু, ১৮ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাটরায় শ্রী মাতা বৈষ্ণোদেবী ভবনে ৫-তলা দুর্গা ভবনের উদ্বোধন করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। চৈত্র নবরাত্রির ঠিক আগেই শনিবার সকালে ৫-তলা দুর্গা ভবনের উদ্বোধন করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। মনোজ সিনহা বলেছেন, এই দুর্গা ভবন উদ্বোধনের ফলে উপকৃত হবেন পুণ্যার্থীরা।
জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, মাতা বৈষ্ণোদেবী মন্দিরে আগত পুণ্যার্থীরা এই ভবনের উদ্বোধনের ফলে উপকৃত হবেন। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী দিনে পুণ্যার্থীদের সুবিধার জন্য মাতা বৈষ্ণোদেবী মন্দিরে সুবিধা আরও বাড়ানো হবে।

