ফুটবলে এসোসিয়েশনে বিশেষ বৈঠক ২৬ শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ জরুরী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬ শে মার্চ। ঐ দিন বেলা ১১ টায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে আয়োজিত বৈঠকে টিএফএ অনুমোদিত ক্লাব, ইউনিট ও সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকতে সাধারণ সম্পাদক অমিত চৌধুরী আহ্বান জানিয়েছেন। ওই বৈঠকে মূলতঃ আসন্ন ২০২৩-২৪ মরশুমে বিভিন্ন ফুটবল লিগ টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে আলোচনা হবে। এছাড়া, ফুটবলারদের সিএমএস রেজিস্ট্রেশন, ফুটবল লিগ সমূহের শর্তাবলী এবং ম্যাচ মানি বিষয় নিয়েও আলোচনা হবে। এছাড়া, অপর এক বিজ্ঞপ্তিতে জেলা স্তরীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের ডাকে আগামী ৭ এপ্রিল জেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে ঐক বৈঠক ডাকা হয়েছে। ঐদিন বেলা বারোটায় অনুষ্ঠিতব্য বৈঠকে জ্বালা স্তরের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।