হাফলং (অসম), ১৬ মার্চ (হি.স.) : স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর জন্মস্থান লংখর গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া মাইবাঙে বীর শম্ভুধন মেমোরিয়াল পার্ক নির্মাণ করা হবে। আজ বৃহস্পতিবার স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর ১৭৩-তম জন্মজয়ন্তীতে এই দুটি প্রকল্পের শিলান্যাস করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
এমওএস প্যাকেজে মাইবাং মহকুমার অন্তর্গত বীর শম্ভুধন ফংলোর জন্মস্থান লংখর গ্রামকে আদর্শ গ্রামে উন্নীত করতে ৬ কোটি টাকা ব্যয় করা হবে এবং মাইবাঙে বীর শম্ভুধন ফংলো মেমোরিয়াল পার্কটি নির্মাণ করা হবে এমওএস প্যাকেজের অধীনে ১৫ কোটি টাকা ব্যয়ে, জানিয়েছেন পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। বৃহস্পতিবার এমওএস প্যাকেজের অধীনে প্রস্তাবিত এই দুটি কাজের শিলান্যাস অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য বিজিৎ লাংথাসা, রতন জারামবুসা প্রমুখ।
এদিকে স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর ১৭৩-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে হাফলঙে বীর শম্ভুধন মূর্তির পাশে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন ও অল ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা ও কার্যনির্বাহী সদস্য নজিৎ কেম্প্রাই, দুই ছাত্র সংগঠনের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা।