BRAKING NEWS

তেলিয়ামুড়ায় মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা শান্তিতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত  মাধ্যমিক পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হল৷ রাজ্যে অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়াতেও পাঁচটি সেন্টারে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে৷
তেলিয়ামুড়ার পাঁচটি সেন্টার হল কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়,  তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সারদাময়ী উচ্চ বিদ্যালয় এবং মুঙ্গিয়াকামি উচ্চতর বিদ্যালয়৷ এই পাঁচটি সেন্টারের পরিচালন কমিটির সম্পাদক অর্থাৎ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা জানান,, কবি নজরুল বিদ্যাভবনে মোট পরীক্ষার্থী ২৮১ জন, এরমধ্যে ১৩৯ জন ছাত্র এবং ১৫২ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে৷ অন্যদিকে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারে মোট পরীক্ষার্থী ১৩৩ জন, এরমধ্যে ৬৯ জন ছাত্র এবং ৬৩ জন ছাত্রী এবং ১ জন কমপার্টমেন্টাল পরীক্ষার্থী রয়েছে৷ অপরদিকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারে মোট পরীক্ষার্থী ৩৮৫ জন, এরমধ্যে ২০৩ জন ছাত্র এবং ১৮২ জন ছাত্রী রয়েছে৷ সারদাময়ী উচ্চ বিদ্যালয় সেন্টারে মোট পরীক্ষার্থী ১৪৫ জন, এরমধ্যে ছাত্র ৭৩ জন এবং ৭০ জন ছাত্রী এবং কমপার্টমেন্টাল ২জন পরীক্ষার্থী রয়েছে৷ অন্যদিকে মুঙ্গিয়াকামি উচ্চতর বিদ্যালয় সেন্টারে মোট  পরীক্ষার্থী ২১১জন, এরমধ্যে ছাত্র ১২৪ জন, ৮৫ জন ছাত্রী , কমপার্টমেন্টাল ১ জন এবং এক্সটার্নাল পরীক্ষার্থী ১ জন রয়েছে৷ এই পাঁচটি সেন্টার পরিচালন কমিটির সম্পাদক প্রণয় দেববর্মা জানালেন  মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৫৫ জন৷ এরমধ্যে ছাত্র সংখ্যা ৫৯৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫৫২ জন এদিকে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এক প্রতিনিধি দল পাঁচটি পরীক্ষা সেন্টার গুলি পরিদর্শন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *