ক্রিকেট সংস্থা আয়োজিত ঘরোয়া নকআউট টুর্নামেন্টের শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ।। উদ্বোধন আগামীকাল। উদ্বোধনী দিনে ৩ টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে, নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে জে সি সি খেলবে বি সি সি-‌র বিরুদ্ধে এবং মেলাঘরের শহীদ কাজল ময়দানে খেলবে পোলস্টার এবং ইউ বি এস টি। ১৪ দলীয় তপন মেমোরিয়াল স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় । আসরের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ৬ দলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেবে। উদ্বোধনী ম্যাচে ইউনাটেড ফ্রেন্ডস সম্ভবত পাবে না দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটে। কলকাতায় পূর্বাঞ্চলীয় ক্রিকেট খেলে সম্ভবত আগামীকাল রাজ্যে ফিরবেন দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার। ফলে তাঁদের সার্ভিস পাওয়া যাবে কী না তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তারপরও আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে ইউনাটেড ফ্রেন্ডস, জে সি সি এবং পোলস্টার। এদিকে এবছর আসরে অংশ নেওয়া ১২ দলকে ২ বিভাগে ভাগ করা হয়েছে:‌ জে সি সি, বি সি সি, মৌচাক, ইউনাটেড ফ্রেন্ডস, পোলস্টার, ইউ বি এস টি, কসমোপলিটন (‌‘‌এ’ গ্রুপ‌), ‌চলমান, হার্ভে, শতদল সঙ্ঘ, ও পি সি , স্ফুলিঙ্গ, ব্লাডমাউথ এবং সংহতি ক্লাব। ২৭ মার্চ হবে আসরের ফাইনাল ম্যাচ। এদিকে আসরে ভালো ফলাফল করতে সবকটি দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। সদ্য বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন স্ফুলিঙ্গ ক্লাবের লক্ষ্য দ্বিমুকুট জয় করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই চলছে জোর প্রস্তুতি। অপরদিকে সুপারে দ্বিতীয় স্থান দখল করা ইউনাটেড ফ্রেন্ডসেরও লক্ষ্য খেতাব জয় করা। ফলে লড়াই হবে জমজমাট। তবে যেহেতু নকআউট ম্যাচ, তাই আগাম বলা মুস্কিল। যে দলের ক্রিকেটাররা যে দিন ভালো খেলবে সেই দলই জয় পাবে। ফলে সতর্ক হয়ে মাঠে নামতে হবে সব দলকে।   ‌