BRAKING NEWS

চার দফা দাবীতে ডিজিপিকে ডেপুটেশন বামপন্থী ছাত্রসংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷  চার দফা দাবিতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল এস এফ আই রাজ্য কমিটি  ও – টি এস ইউ কেন্দ্রীয় কমিটি৷ ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ডেপুটেশন প্রদান বলে জানান নেতৃত্বরা৷  সুকল-কলেজের সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলির বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা, নির্দিষ্ট পরিচয় পত্র ও  অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার সময়ে অন্যদের কলেজে ঢোকা নিয়ন্ত্রণ করা,  কলসিমুড়া সুকলে বোমা কান্ডের ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল এস এফ আই রাজ্য কমিটি  ও – টি এস ইউ কেন্দ্রীয় কমিটি৷ ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন এসএফআই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব ও টিএসইউ -র রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা৷ তাদের বক্তব্য নির্বাচনী ফলাফল পরবর্তী হিংসার কারণে ছাত্র-ছাত্রীরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ কলেজগুলিতে পরীক্ষা শুরু হয়েছে৷ কিন্তু বিভিন্ন মহকুমায় ভয়মুক্ত পরিবেশে পরীক্ষা দেবার মত পরিস্থিতি নেই৷ রাজ্যজুড়ে সাধারন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা একেবারেই বিপন্ন হয়ে পড়েছে৷ তাই এই অবস্থায় ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ডেপুটেশন প্রদান বলে জানান নেতৃত্বরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *